জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটে মাদকের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-২ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার পূর্বপাড়া খোদ্দা গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে শাহীন ওরফে মাহিন, একই উপজেলার দানেজপুর হারানপট্টির মৃত বাবু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ওরফে মিরু ও উত্তর গোপালপুর গ্রামের আজিজুলের ছেলে হারুনুর রশীদ। এদের মধ্যে শাহীন ও সিরাজুল পলাতক আছেন। পলাতক দুজনের গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পাঁচবিবি কলোনি পাড়া পাকা সড়ক দিয়ে শাহীন ওরফে মাহিন ফেনসিডিল পাচার নিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাকে আটক করে আড়াই লিটার লুজ পলিথিন রাখা খোলা ফেনসিডিল উদ্ধার করে।

অপরদিকে ২০২২ সালের ৭ মার্চ গোপন সংবাদ পেয়ে পাঁচবিবি দানেজপুর এলাকায় পুলিশ পৌঁছামাত্র সিরাজুল ইসলাম পালানোর চেষ্টা করেন। তার দেহ তল্লাশি করে ৬০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য অ্যাম্পুল ইনজেকশন পাওয়া যায়।

অন্যদিকে ২০২১ সালের ২৫ অক্টোবর আটপাড়া রেলগেট এলাকায় ২০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য অ্যাম্পুল ইনজেকশনসহ হারুনুর রশীদকে গ্রেফতার করে পুলিশ।

এসব ঘটনায় থানায় পৃথক মামলার পর সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।