বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সামছু উদ্দিন বেপারীর (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালুচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সামছুদ্দিন রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রেমের মৃত তাহের আলীর ছেলে। রোববার সকাল ৬টার দিকে নৌকাডুবে তিনি নিখোঁজ হন।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে ঘাস কাটার জন্য নিজের ডিঙি নৌকা নিয়ে ধলেশ্বরী নদী পার হচ্ছিলের সামছু উদ্দিন। এ সময় মদিনার ফুল নামক খালি একটি বাল্কহেড নৌকার ওপর উঠিয়ে দিলে সেটি পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় সামছু উদ্দিন বেপারী নিখোঁজ হন। দিনভর ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়েও তার সন্ধান পায়নি। সকালে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে উপজেলার বালুচর এলাকায় মরদেহ ভেসে উঠে ।
আরও পড়ুন: সুনামগঞ্জে নৌকাডুবি, নিখোঁজ ৩
ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান রাসেল বলেন, সকালে নিহতের স্বজনরা একটি ট্রলারে করে নিখোঁজের সন্ধান করতে গিয়ে মরদেহ দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, স্রোতে মরদেহটি দূরে ভেসে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাল্কহেডটি জব্দ করা হয়েছে।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস