মেয়ে একা বিয়ে করায় মানসিক চাপে প্রাণ দিলেন বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

মেয়ের প্রেমের বিয়ে মানতে না পেরে মানসিক চাপে আত্মহত্যা করেছেন এক বাবা। ফেনীর সোনাগাজীতে হিরণ চন্দ্র জল দাশ (৪৫) নামের ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট আশা অফিসের পাশে এ ঘটনা ঘটেছে।

আত্মহননকারী হিরণ ওই এলাকার জেলে বাড়ির বাসিন্দা। তিনি অর্থিক অনটন ও কন্যার প্রেমঘটিত বিয়ের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো হিরণ সকাল ৯টার দিকে কুঠির হাটে এসে নাশতা করে বাড়ির দিকে যান। সাড়ে ১০টার দিকে উন্নয়ন সংস্থা আশা অফিসের পাশে একটি কড়ই গাছের ডালে মাটি থেকে প্রায় ৩০ ফুট ওপরে হিরণের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

হিরণের স্ত্রী হীরা বালা দাস জানান, দীর্ঘদিন ধরে আর্থিক অনটনে মানসিকভাবে ভেঙে পড়েন হিরণ। হয়তো এ চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন।

তবে স্থানীয় চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ হোসেন নিহত হিরণের পরিবারের বরাত দিয়ে জানান, চলতি মাসের শুরুর দিকে হিরণের মেয়ে প্রেম করে গোপনে বিয়ে করেন। ছেলেপক্ষ ওই মেয়েকে বউ করে ঘরে না তোলার খবরে তিনি মানসিক চাপে পড়েন। রোববার রাতেও এ বিষয় নিয়ে হিরণ মোবাইলে ঝগড়া করেন। এ ঘটনায় তিনি আত্মহত্যা করতে পারেন বলে তিনি ধারণা করছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।