চরমোনাই পিরের প্রশ্ন
ভালো কাজ করলে ক্ষমতায় যাবেন, তাহলে কেন স্বচ্ছ নির্বাচন দিচ্ছেন না
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির সৈয়দ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে নিয়ে সরকার গঠন করেছে। এটি দিবালোকের মতো পরিষ্কার। সারা পৃথিবীর মানুষ জানে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা দেশে উন্নয়ন করেছে বলে মুখে ফেনা তুলে ফেলে। ভালো কাজ করলে ক্ষমতায় যাবেন। তাহলে কেন স্বচ্ছ নির্বাচন দিচ্ছেন না? বারবার কেন টালবাহানা করছেন? ইতিহাস পড়ে দেখেন ফেরাউন বেশিদিন টেকেনি। আল্লাহর গজবে তছনছ হয়ে যাবেন আপনারা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মিজান ময়দানে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পির।
সৈয়দ রেজাউল করিম বলেন, বাংলাদেশের মানুষ দলীয় সরকারের অধীনে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দেখেছে। ওই নির্বাচনে দিনের ভোট রাতেই বাক্সবন্দি করে রাখা হয়েছে। এ ধরনের বিতর্কিত একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এসেছে। বর্তমান সরকার রাতের ভোটের সরকার। এটি এক প্রকারের অবৈধ সরকার।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় থাকতে চায়। দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে ধোঁকাবাজি নির্বাচন। এ নির্বাচন দেশের মানুষ চায় না। তাই জাতীয় সরকারের অধীনে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি প্রিন্সিপাল নুরুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, মহিলা বিষয়ক সম্পাদক মুহাম্মদ নেছার উদ্দিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম প্রমুখ।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম