সাতক্ষীরায় ট্রাকচাপায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

 

সাতক্ষীরায় ট্রাকচাপায় সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীলকণ্ঠ সরকার (৫০) নিহত হয়েছেন।

নীলকণ্ঠ সরকার খুলনার ডুমুরিয়া উপজেলার মৃত ফনি সরকারের ছেলে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের তালা উপজেলার ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন জানান, নীলকণ্ঠ সরকার মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। ত্রিশমাইল এলাকায় পৌঁছানোর পর বৃষ্টিতে মোটরসাইকেলের চাকা পিছলে তিনি পড়ে যান। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুজ্জামান জানান, রাত ৯টার পরে গুরুত্বর আহতাবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়।আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছিলাম। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন জানান, সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে তারা হাসপাতালে অবস্থান করছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পাটকেলঘাটা থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহসানুর রহমান রাজীব/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।