নূর হোসেনের দুই মামলায় জামিন না মঞ্জুর
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের হওয়া আরো দুটি চাঁদাবাজি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত।
বুধবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা জাগো নিউজকে জানান, নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া দুটি চাঁদাবাজি মামলায় আদালতে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, ২০১৪ সালে ও ২০১৫ সালে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথকভাবে মামলা দায়ের করেন সামসুল হক ও আকরাম হোসেন নামে দুজন ব্যক্তি। এ দুটি মামলায় আসামি নূর হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।
শাহাদাত হোসেন/এফএ/এমএস