লাকসামে ট্রেনে কাটা পড়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে হুমায়ুন আহমেদ (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফতেহপুর কান্দিরপাড় এলাকায় তার মৃত্যু হয়।

নিহত হুমায়ুন আহমেদ লাকসাম উপজেলার ফতেহপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ছিলেন।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম জাগো নিউজে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টার দিকে ফতেহপুর কান্দিরপাড় এলকায় রেললাইনের পাশে একটি দোকানে চা খেয়ে বাড়ি ফেরার পথে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হুমায়ুন আহমেদ ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর রেলওয়ে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের মৃহদেহ হস্থান্তর করা হবে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।