হোমিওপ্যাথিকের মোড়কে মাদক বিক্রি, বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

নোয়াখালীর কবিরহাটে হোমিওপ্যাথিকের মোড়ক লাগিয়ে মাদক (স্পিরিট) বিক্রির অভিযোগে আবদুল লতিফ (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৩৬ বোতল স্পিরিট জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় সুন্দলপুর ইউনিয়নের আলী ব্যাপারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুল লতিফ কবিরহাট উপজেলার উত্তর লামছি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হোমিও ওষুধের আড়ালে মাদক কেনাবেচা করে আসছিলেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম মাদকসহ বৃদ্ধকে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) সাইমন চাম্বুগং সাঈম অভিযান চালিয়ে মাদকসহ আবদুল লতিফকে হাতেনাতে আটক করেন। তিনি দীর্ঘদিন ধরে এই কৌশলে মাদক বিক্রির বিষয়টি স্বীকার করেন। তার বিরুদ্ধে কবিরহাট থানায় মামলা দিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।


ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।