অভিযানে গিয়ে আহত পুলিশ, হাতকড়া নিয়ে চম্পট ৯ মামলার আসামি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

গাজীপুরে আমান আলী (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আমান ওই পুলিশ সদস্যদের আঘাত করে পালিয়ে যান।

এ ঘটনায় ওই আসামিকে পালাতে সহযোগিতা করার অভিযোগে আলমগীর (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকায় ঘটনাটি ঘটে।

পলাতক আমান আলী কালীগঞ্জ পৌর এলাকার উত্তরগাঁও এলাকার মানিকের ছেলে। গ্রেফতার আলমগীর একই এলাকার উত্তরগাঁও গ্রামের রুহুল আমিনের ছেলে।

অন্যদিকে, আহত পুলিশ সদস্যরা হলেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেন।

ওসি ফায়েজুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে আমানকে গ্রেফতার করতে দুই পুলিশ সদস্য তার বাড়ির পাশের একটি দোকানে অভিযান চালান। এসময় আসামির বাড়ির লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই দুই পুলিশ সদস্যের ওপর অতর্কিত হামলায় চালান। পরে তাদের সঙ্গে পুলিশ সদস্যদের ধস্তাধস্তি হয়। এসময় দুই পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যান আসামি। পলাতক আমানের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৯টি মামলা রয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে আসামি আমানকে পালাতে সহযোগিতার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি ও রামদাসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

ওসি ফায়েজুর রহমান আরও বলেন, এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া এবং অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। ওই মামলায় আলমগীরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া আমানকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সৈয়দ শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে থানার দুই পুলিশ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে তারা চলে যান। তাদের হাতে আঘাতের চিহ্ন ছিল।

আব্দুর রহমান আরমান/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।