প্রতিবন্ধীদের ভাগ্যের চাকা পাল্টে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। তাই প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান।

তিনি বলেন, ব্যবসায়িক মুনাফা নয়, প্রতিবন্ধীদের কল্যাণই মূল লক্ষ্য। প্রতিবন্ধীরা আজকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের টঙ্গী নতুন বাজার এলাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের আওতায় শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প কার্যালয়ে নবনির্মিত মুলগেট, এক হাজার ফিট গভীর নলকূপ স্থাপন, মৈত্রী চেয়ার ও ঝুড়ি উৎপাদন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধীরা এখন সরকারি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সুবিধাও নিচ্ছেন। তাদের ভাগ্যের চাকা দিনদিন পাল্টে যাচ্ছে। বর্তমান সরকার সারাদেশের প্রতিবন্ধীদের জন্য কাজ করছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু ছালেহ মোস্তাফা কামাল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কারখানার নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. সেলিম খান।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।