নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিক মারা গেছেন। এ সময় অপর এক শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের বদরগঞ্জের মুস্তাকপুর এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক শাহীন (২৬) ও একই জেলার রাজারহাটের মাহবুব হাসান (২৪)।
এলাকাবাসী জানায়, শামসুল হকের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে শাহীন ও মাহবুব নিচে নামেন। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে অপর নির্মাণ শ্রমিক মহসিনও সেপটিক ট্যাংকের ভেতর নামেন। কিছুসময় পর মহসিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, খবর পেয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে শাহীন ও মাহবুব নামের দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দুজনে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের বাঁশ কাঠ খোলার কাজ করতে ভেতরে গিয়েছিল। এ সময় সেপটিক ট্যাংকের ভেতর জমে থাকা গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। গ্যাসে মাত্রা ছিল ২০ পয়েন্টের নিচে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমিনুল ইসলাম/এসজে/এমএস