যমুনায় নৌকাবাইচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

টাঙ্গাইলের ভুঞাপুরে নৌকাবাইচ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের আটজন আহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দাসী যমুনা নদী ঘাট এলাকায় এ সংঘর্ষ ঘটে।

জানা গেছে, গোবিন্দাসীর যমুনা নদীর ঘাট এলাকায় স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের উদ্যোগে দুদিনব্যাপী নৌকাবাইচ শুরু হয়। বুধবার দ্বিতীয় দিনে নিকরাইলের যমুনার তরী এবং গাবসারার কালিপুরের আল্লাহ ভরসার নামে দুটি নৌকার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। আগে পরে নৌকা ছাড়াকে কেন্দ্র করে মাঝি-মাল্লাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আল্লাহ ভরসা নামে নৌকাটি মাঝ নদীতে উল্টে যায়। পরবর্তীতে তীরে আসে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আটজন আহত হন।

অন্যদিকে নৌকাবাইচ শেষে যমুনার তরীকে প্রথম বিজয়ী ঘোষণা করায় সন্ধ্যায় আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। অতিথি চলে যাওয়ার পর মঞ্চে হামলার অভিযোগ ওঠে।

যমুনার তরী নৌকার পরিচালনা কমিটির সদস্য ও নিকরাইল ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল করিম জাগো নিউজকে বলেন, আল্লাহ ভরসার নৌকা হেরে যাওয়ায় তারা যমুনা তরীর নৌকার মাঝি-মাল্লাদের ওপর হামলা করে। এতে আটজন আহত হন।

তবে নৌকাবাইচ আয়োজক কমিটির সভাপতি ও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার জাগো নিউজকে বলেন, বাইচ চলাকালে দুই নৌকার মাঝি-মাল্লারদের মধ্যে হাতাহাতি ঘটেছিল। সংঘর্ষ হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুমাইয়া জাগো নিউজকে বলেন, নৌকাবাইচে মারামারির ঘটনায় একজনকে ভর্তি করা হয়েছে। এছাড়া আরেকজন চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে জানতে মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও ধরেননি ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।