সাতক্ষীরায় শুরু হলো ৩০০ বছরের পুরোনো গুড় পুকুর মেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে মাসব্যাপি গুড় পুকুর মেলার উদ্বোধন করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

এ সময় গুড় পুকুরের মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মানিক সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দীন, প্যানেল মেয়র-২ শেখ আনোয়ার হোসেন মিলন, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, পৌর নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ মারুফ আহম্মেদ, আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, অনিমা রাণী মন্ডল, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নাজমুল হক রনি, আওয়ামী লীগ নেতা আবু আব্দুল্লাহ ছাক্কারসহ আরও অনেকে।

jagonews24

তিনশো বছর আগে শুরু হওয়া ভাদ্র মাসের শেষ দিনের এই পূজা ও মেলা বসে সাতক্ষীরা শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ে প্রাচীন বটবৃক্ষের নিচে। তবে এবার নিরাপত্তার জন্য মেলা হচ্ছে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে। এবারের মেলায় প্রায় ৫০০টি স্টলে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েনে ব্যবসায়ীরা। এছাড়া বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, দোল নৌকা, ঘোড়ার গাড়িসহ কয়েকপ্রকার রাইড।

এবার সাতক্ষীরা গুড় পুকুরের মেলার ২০ দিনের জন্য অনুমতি দিয়েছে প্রশাসন। তবে এটি আরও কিছুদিন বাড়ানো হতে পারে।

আহসানুর রহমান রাজীব/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।