মুন্সিগঞ্জে ৩৬ টাকায় আলু বিক্রি শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

মুন্সিগঞ্জে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকার নির্ধারিত ৩৬ টাকা মূল্যে আলু বিক্রিতে ট্রাকসেল কর্মসূচি চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলার কালেক্টর মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।

বিক্রির জন্য সাতটি ট্রাকে ১৫ টন আলু নিয়ে আসেন ব্যবসায়ীরা। উদ্বোধনের পরে সরকার নির্ধারিত মূল্যে পাঁচ কেজি করে আলু কেনেন ক্রেতারা।

মুন্সিগঞ্জে ৩৬ টাকায় আলু বিক্রি শুরু

আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন জানান, আলুর উচ্চমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের সুবিধার জন্য এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এখন থেকে জেলার হিমাগার থেকে ট্রাকে করে সরাসরি ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে আলু। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। দিনে দৈনিক ৪০ টন বিক্রির টার্গেট থাকবে। জেলার প্রতিটি বাজারে পৌঁছে যাবে আলুভর্তি ট্রাক।

জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন, এ কার্যক্রমে মাধ্যমে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে আসবে। প্রথমে শহরে ও পর্যায়ক্রমে পুরো জেলায় চালু হবে এ ট্রাকসেল কর্মসূচি।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।