বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি নুরউদ্দিনের যাবজ্জীবন

যশোরের বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি নুরউদ্দিন নুরাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে যশোরের অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নুরুউদ্দিন বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর শ্যামল কুমার মজুমদার।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর রাতে র্যাব-৬ যশোরের সদস্যরা জানতে পারেন বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামের একটি হলুদের ক্ষেতে একদল কারবারি মাদক বেচাকেনা করছেন। সেখানে একটি টিম অভিযানে গিয়ে নুরউদ্দিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬৮৬ বোতল ফেনসিডিল জব্দ করে।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করেন তৎকালীন র্যাবের ডিএডি জিএম নকিবুল আলম। ২০১৭ সালের ৩০ অক্টোবরে উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান তদন্ত শেষে নুরউদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে বিচারক তার যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মিলন রহমান/এসজে/এমএস