দ্বাদশ সংসদ নির্বাচন

গাজীপুরে জাকের পার্টির ৩ প্রার্থীর নাম ঘোষণা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১২:২৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাকের পার্টি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই তিন প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির অতিরিক্ত মহাসচিব ও গাজীপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ এন এম মনিরুজ্জামান লাল।

প্রার্থীরা হলেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে এবিএম জিয়াউর রহমান ওরফে ফেলু হাজী। তিনি জাকের পার্টির ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ডা. জুয়েল কবির। তিনি গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক। গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে মানিক সরকার। তিনি গাজীপুর জেলা কমিটির সহ-সভাপতি।

কালীগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আনোয়ারুল হক বাচ্চুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিন আসনের প্রার্থীরাও।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মনিরুজ্জমান মুরু, কালীগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি নায়েক (অব.) মোস্তফা কামাল আরমানসহ জাকের পার্টি স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতারা।

আব্দুর রহমান আরমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।