লক্ষ্মীপুরে ১০ দোকান আগুনে পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে মালামালসহ ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাশেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের বরাত দিয়ে জানিয়েছে দাশেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মালামালসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে রড-সিমেন্টের, মোবাইল সার্ভিসিং, প্লাস্টিক সামগ্রী, ফার্নিচার, ফার্মেসি, মুদি ও চায়ের দোকান রয়েছে।

আরও পড়ুন: আগুনে পুড়ে ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা ছাই

দাশেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছে। প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেব, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ টি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।