চাঁদপুরে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে ১০ হাজার ইয়াবাসহ সাদিকুর রহমান রনি (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে শহরের বাবুরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাদিকুর রহমান রনি হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।
আরও পড়ুন: বান্দরবানে ৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা সড়কের বাবুরহাট এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় রনির হাতে থাকা হলুদ রঙের শপিং ব্যাগে তল্লাশি করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, ইয়াবা নিয়ে চাঁদপুর থেকে লঞ্চ বা গাড়িতে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করছিলেন তিনি। রনি হাজীগঞ্জ উপজেলায় রড-সিমেন্টের ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
আরএইচ/এএসএম