যশোরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় আসাদুল গাজী (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আসাদুল গুয়াখোলা গ্রামের রেলবস্তির আশরাফুল গাজীর ছেলে। তিনি পেশায় জাহাজের স্কট ছিলেন।

আরও পড়ুন: সাইকেল চালিয়ে যাওয়ার পথে ট্রেনের ধাক্কা, প্রাণ গেলো তরুণের

আশরাফুল গাজী জানান, আসাদুল জাহাজের স্কট হিসেবে কাজ করত। বৃহস্পতিবার রাতে তাকে বাড়িতে রেখে তিনি তাবলীগ জামাতের চলে যান। শুক্রবার সকালে বাড়ি ফিরে দেখেন ঘরে তালা দেওয়া। কিছু সময় পর জানতে পারেন ট্রেনের ধাক্কায় তার ছেলে মারা গেছে। রেললাইনের পাশে মরদেহ পড়ে আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আসাদুল গাজী ঘটনাস্থলে মারা যান।

এ ব্যাপারে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মিলন রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।