বিএনপি ক্ষমতায় আসার জন্য পেছনের দরজা খুঁজছে: এনামুল হক শামীম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য পেছনের দরজা খুঁজছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসার দিন শেষ। বিএনপিকে এ দেশের মানুষ আর চায় না।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী শরীয়তপুর-২ আসনের নির্বাচনী বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে অচল করে দেওয়ার ক্ষমতা কারো নাই। বিএনপি নেতা নিজেরাই অচল হয়ে এসি রুমে বসে শব্দ বোমা ফোটায়। তাদের দিবা স্বপ্ন কখনোই পূরণ হবে না। আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। কারণ এ দেশের জনগণ উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাসী।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে: এনামুল হক শামীম

তিনি বলেন, শেখ হাসিনা মেধা, যোগ্যতা, সততা, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান যিনি শনিবার ১৯ বারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়ে বিরল রেকর্ড স্থাপন করবেন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।