ঝিনাইদহে সাংবাদিকের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ঝিনাইদহে সাংবাদিক সাদ্দাম হোসেনের ওপর হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

এসময় ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সিনিয়র সাংবাদিক সাইফুল মাবুদ, আজাদ রহমান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৩ সাংবাদিকের ওপর হামলা: ৫ জন গ্রেফতার

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার গাড়াগঞ্জ বাজারে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনকে কতিপয় সন্ত্রাসী অতর্কিত হামলা করে। এ ঘটনায় মামলা হলেও মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাই দ্রুত বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে সাংবাদিক সাদ্দাম হোসেনের ওপর হামলা চালিয়ে আহত করেন বিপ্লব হোসেন, ফিরোজ আহমেদসহ কয়েকজন। এ ঘটনায় সাদ্দাম হোসেন বাদি হয়ে চারজনের নামে মামলা করেন।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।