নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় মার্কিনীরা ভিসানীতি প্রয়োগ করেছে: মেনন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় মার্কিনীরা ভিসানীতি প্রয়োগ করেছে। এ নীতি প্রয়োগ মেয়েকে মেরে বউকে দেখানোর সামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়ে ইন্দো প্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে অবস্থান নিশ্চিত করে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোরের লালপুরে কমরেড আব্দুস সালামের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, এ দেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়েও ভয় দেখানো যায়নি। মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। এবারও কারো হুকুম জারিতে নয় দেশের জনগণ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।

নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় মার্কিনীরা ভিসানীতি প্রয়োগ করেছে: মেনন

আরও পড়ুন: বাংলাদেশে ভিসানীতি বাস্তবায়ন শুরু করেছে যুক্তরাষ্ট্র

তিনি আরও বলেন, আখ চাষিদের মৌলিক অধিকারে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। আখ বিক্রির বকেয়া দ্রুত ফিরিয়ে দিতে হবে। চিনিকলকে আধুনিকীকরণ ও বহুমুখী করণের মাধ্যমে কেরু অ্যান্ড কোং এর মতো লাভজনক হবে।

জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল, মিজানুর রহমান মিজান, কৃষক নেতা আব্দুল করিম, মতিউর রহমান, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজান ও শহীদ আব্দুস সালামের ভাই আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রেজাউল করিম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।