মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকানো ছিল সাড়ে ৪ কেজি সোনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

যশোর-ছুটিপুর সড়কের কায়েমকোলা বাজার থেকে চার কেজি ৬০০ গ্রাম সোনাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।

আটক শাহিন আলম (৩৩) যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু বক্কারের ছেলে ও মাসুম বিল্লাহ (৩২) ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের শাহাজাহান আলীর ছেলে।

আরও পড়ুন: গামছায় বাঁধা পোটলায় মিললো ২ হাজার ভরি রূপার গহনা

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গোপন খবরের ভিত্তিতে কায়েমকোলা বাজার এলাকায় পাহারা দেয় পুলিশ। এসময় সন্দেহবশত শাহিন আলম ও মাসুম বিল্লাহকে তল্লাশি করা হয়। পরে তাদের মোটরসাইকেলে বিশেষ কায়দা লুকানো চার কেজি ওজনের চারটি ও ৬০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মিলন রহমান/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।