ভিসানীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: হানিফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

মার্কিন ভিসানীতি প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য আলাদা ভিসানীতি সম্মানজনক নয়। মার্কিন ভিসানীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, ভিসানীতি দ্বারা একটি স্বাধীন দেশকে অপমানিত করা হচ্ছে। অন্তরালে কোনো ষড়যন্ত্র করলে বাংলার মানুষ তা মেনে নেবে না। এ দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুবউল আলম হানিফ। শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Visa-(1).jpg

আরও পড়ুন: বাংলাদেশে ভিসানীতি বাস্তবায়ন শুরু করেছে যুক্তরাষ্ট্র

হানিফ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। বিএনপির তা পছন্দ হচ্ছে না। কিন্তু তাদের অপকর্মের কারণে জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ পেছনে ফিরতে চায় না, এগিয়ে যেতে চায়।’

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদারের সভাপতিত্বে এবং রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিফা আয়শা খান এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

সাইফুল উদ্দীন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।