নদীতে তলিয়ে যাচ্ছিল বোন, বাঁচাতে গিয়ে ডুবলো ভাইও

শরীয়তপুরের নড়িয়াতে নদীতে ডুবে আরিফ (৮) ও স্নেহা (৬) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরমোহন এলাকায় এ ঘটনা ঘটে। আরিফ ও স্নেহা ওই এলাকার বাচ্চু খানের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে শিশু দুটি মাদরাসা থেকে ফিরে বাড়ির পাশে ছোট নদীতে গোসল করতে যায়। হঠাৎ স্নেহা নদীর পানিতে ডুবে গেলে আরিফ তাকে উঠাতে যায়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়। এসময় আশেপাশে থাকা অন্যরা দেখতে পেয়ে নদীতে নেমে খোঁজাখুঁজি করে দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করে।
আরও পড়ুন: নৌকায় করে পাচার, ১০০ কেজি গাঁজাসহ আটক ৪
এ বিষয়ে ঘড়িষার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি একটি হৃদয়বিদারক। গোসল করতে গিয়ে স্নেহা নদীতে পড়ে গেলে আরিফ তাকে বাঁচাতে যায়। তখন আরিফও পানিতে ডুবে যায়। রাতেই তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জেএস/জিকেএস