কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরতলির কলাপাড়া মোড় থেকে শুরু হয়ে সদর উপজেলা পরিষদ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধী দলের নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ বিক্ষোভ মিছিল হয়।

কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত জেলা সভাপতি মাওলানা মোশাররফ হোসেন লোকমান, সদর উপজেলার নায়েবে আমির মো. নুরুদ্দিন, সেক্রেটারি বুরহানউদ্দিন সুমন, সদরের কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুর রহমান, শহরের ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া, মাওলানা আবদুল কাইয়ুম, ইসলামী ছাত্রশিবির জেলা উত্তরের সেক্রেটারি শাহরিয়ার মাহমুদ শাকিল এবং জেলা দক্ষিণের সেক্রেটারি মাহবুবুর রহমান ফকির।

এসকে রাসেল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।