ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে, ৩ ভরি সোনা লুট

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

যশোরের শার্শায় ঘরে ঢুকে পরিবারের সদস্যদের চেতনানাশক স্প্রে করে তিন ভরি সোনা ও পৌনে ২ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার কায়বা ইউনিয়নের ভবানিপুর গ্রামের সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম হোসেন বাদী হয়ে শার্শা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগীদের নিকট আত্মীয়রা জানান, রোববার বিকেলে কৌশলে বাড়িতে ঢুকে পরিবারের সব সদস্যদের চেতনানাশক স্প্রে করে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে তারা অচেতন হয়ে পড়েন। পরে ঘরে থাকা সাড়ে তিন ভরি ওজনের সোনার গহনা ও আলমারিতে রাখা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটে নেয়। সকালে প্রতিবেশী ও স্বজনরা তাদের চিকিৎসার ব্যবস্থা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, অভিযোগ পেয়েছি এবং বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. জামাল হোসেন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।