ইসিজি করেন গার্মেন্টস ডিজাইনার, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে যশোরের অভয়নগরে পপুলার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সাময়িক সিলগালা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজার সবুজ হালদারকে (২৯) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করে এই কারাদণ্ড দেওয়া হয়। এসময় কিছু অবৈধ ওষুধ জব্দ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক রোববার দুপুরে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। যার মধ্যে মডার্ন, এবি, লাইফ কেয়ার ও ল্যাবওয়ে মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তেমন কোনো সমস্যা না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পপুলার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতারণা ও বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। যার মধ্যে লাইসেন্স নবায়ন না করা, গার্মেন্টস ডিজাইনে ডিপ্লোমা করা এক নারী রিসিপশনিস্ট দিয়ে ইসিজি করানো, মূল্য তালিকা ও ভাউচারে গরমিল, টেকনোলজিস্ট ও নার্স সংকট, অবৈধ ওষুধসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করা হয়েছে।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পপুলার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের মালিক এন সি বিশ্বাস পলাতক আছেন। জব্দ করা ওষুধ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে।

মিলন রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।