শাহীন চাকলাদার

বিএনপির আন্দোলনে ব্যবসায়ীদের ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে আওয়ামী লীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:২৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, ‘আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে যশোরের মাটিতে বিএনপিকে কঠোর হাতে দমন করা হবে।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যদি হরতাল, অবরোধের মতো কর্মসূচি দেয়, যশোরের ব্যবসায়ীরা ভয় পাবেন না। যশোরে দোকান-পাট, ব্যাংক সবকিছুই খোলা থাকবে। যদি তাতে কোনো ক্ষতি হয়, তাহলে জেলা আওয়ামী লীগ তাদের সে ক্ষতিপূরণ দেবে।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে যশোর জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহীন চাকলাদার বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে এতদিন কোনো আন্দোলন করেনি বিএনপি। হঠাৎ করে বিএনপি খালেদা জিয়াকে নিয়ে ৪৮ ঘণ্টার আন্দোলন শুরু করেছে। এ থেকে বোঝা যায় দেশে জ্বালাও পোড়াও শুরু করবে বিএনপি।’

বিএনপি বোকার স্বর্গে বাস করে মন্তব্য করে তিনি বলেন, ‘রায় দিয়েছেন আদালত, এখানে তো সরকারের কিছু করার নেই। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জেলখানার বদলে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন। বিএনপি যে মানুষকে মেরে ফেলতে চেয়েছিল, আর শেখ হাসিনা তাকে বাঁচিয়ে রেখেছেন।’

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে স্কুল-কলেজের ছেলেমেয়েদের হাতে সময়মতো বই দিতে পারেনি। সার, বিদুৎসহ কিছুই দিতে পারেনি। কিন্তু শেখ হাসিনা ঘরে ঘরে বিদুৎ দিয়েছেন, সার দিয়েছেন। যার জায়গা ও ঘর নেই তার জায়গা ও ঘর দিয়েছেন। শেখ হাসিনা চিকিৎসার জন্যে কমিউনিটি ক্লিনিক তৈরি করেছিলেন, বিএনপি ক্ষমতায় এসে সেটা বন্ধ করে দেয়। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসে দেশকে সামনের দিকে নিয়ে গেছে। আর বিএনপির চিন্তা কী করে দেশকে ধ্বংস করা যায়।’

এতে আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দীন, জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, সামিরুল ইসলাম পিয়াস ও আরশাদ পারভেজ, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসান, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা হাজী আলমগীর কবির সুমন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবল শাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু।

মিলন রহমান/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।