ছেলের দোকানে যাওয়ার পথে মাইক্রোচাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস চাপায় সৈয়দ শফিকুর রহমান (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া খাজা গরীবে নেওয়াজ সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সৈয়দ শফিকুর রহমান পৌর এলাকার পশ্চিম মেড্ডার শরীফপুরের মৃত সৈয়দ নূর তাজ মোল্লার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরাইলের কুট্রাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের ছেলের গাড়ির যন্ত্রাংশের দোকান রয়েছে। সকালে তিনি তার ছেলের দোকানে যান। সেখানে থেকে তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো ছাত্রাবাসে, আহত ১৩
তিনি আরও বলেন, মৃত ঘোষণা করার পর বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মরদেহ বাড়িতে নিয়ে যায়। আমরা বাড়িতে পুলিশ পাঠাচ্ছি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আবুল হাসনাত মো. রাফি/জেএস/জিকেএস