৪০ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না আনোয়ারের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ঝালকাঠি নলছিটিতে দীর্ঘ ৪০ বছর পর প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. আনোয়ার হোসেনকে (৬৭) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানী ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন নলছিটি পৌরসভার নাংঙ্গুলী এলাকার মো. মমিন উদ্দিন ওরফে মন্তাজের ছেলে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪০ বছর পর প্রতারণা মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সকালেই আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নাম তুলতে পৌনে ৪ লাখ টাকা নিলেন যুব মহিলা লীগ নেত্রী

নলছিটি থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) এনামুল হাসান বলেন, আসামি আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৯৮৩ সালের সূত্রাপুর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়। পরে তৎকালীন সামরিক আদালত (মার্শাল কোর্ট) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ প্রায় ৪০ বছর পর তাকে গ্রেফতার করা হয়।

আতিকুর রহমান/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।