‘অধিকার’র আদিলুর-এলানের মুক্তি দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সেক্রেটারি আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের নিঃশর্ত মুক্তির দাবিতে ফেনীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে অধিকার ফেনী ইউনিট।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ফ্রি আদিল, ফ্রি এলান’ লেখা স্লোগান সম্বলিত কালো প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানের মুক্তি দাবি জানান।

মানববন্ধন পরিচালনা ও সভাপতিত্ব করেন অধিকার ফেনীর ফোকাল পারসন সাংবাদিক নাজমুল হক শামীম।

এসময় উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঞা, সাংবাদিক এন এন জীবন, বীর মুক্তিযোদ্ধা নসু নেতা, প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, শিক্ষক শাহজালাল ভূঞা, সাংবাদিক জাকের হায়দার সুমন, ইউসুফ আলী, তোফায়েল আহমেদ নিলয়, মানবাধিকার কর্মী শেখ আশিকুন্নবী সজিব ও আমিনুল শাহীন।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক খুরশিদ আলম, জেলা তাঁতী দলের সভাপতি সরওয়ার জাহান শ্রাবণ, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম রাসেল প্রমুখ।

ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে করা মামলায় অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। গত ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

২০১৩ সালে করা এ মামলার আসামি অধিকারের সম্পাদক আদিলুর রহমান এবং সংগঠনটির পরিচালক নাসির। তারা দুজনই জামিনে ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।