সস্ত্রীক বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩
বিএনপি নেতা দুলু ও তার স্ত্রী

নাটোরে আদালতে হাজির না হওয়ায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এ আদেশ দেন। দুলুর বিরুদ্ধে দুটি মামলায় ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এ বিষয়ে নাটোর জজ আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আরিফুল ইসলাম বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি শহরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগের বিজয় র্যালিতে হামলায় দুজন নিহত হওয়ার ঘটনার মামলায়, ২০১২ সালের ৮ ডিসেম্বর আওয়ামী লীগ কর্মী পলাশ হত্যা মামলায় এবং ২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর শহরের কানাইখালি এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের মিছিলে হামলা মামলায় অভিযুক্ত দুলু। এই তিনটি মামলার মধ্যে তেবাড়িয়ায় জোড়া হত্যা মামলা এবং আওয়ামী লীগ ও যুবলীগের মিছিলে হামলার মামলায় দুলু আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া ২০১৭ সালের ৩১ ডিসেম্বর জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের নের্তৃত্বে ছাত্রলীগের একটি মিছিলে হামলার মামলায় অভিযুক্ত দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি। তিনিও আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী আবুল হোসেন বলেন, দুলু অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। আর তার স্ত্রী অসুস্থ স্বামীর সেবা করছেন তাই তিনিও আদালতে হাজির হতে পারেননি।

তিনি আরও বলেন, আমরা তার চিকিৎসার সব কাগজপত্র আদালতে উপস্থাপন করে সময় প্রার্থনা করি। কিন্তু বিচারক তা আমলে না নিয়ে তাদের জামিন বাতিলের আদেশ দেন।

রেজাউল করিম রেজা/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।