জয়পুরহাটে হত্যার ১৬ বছর পর দুজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটে হত্যা মামলার ১৬ বছর পর দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার টিএন্ডটি পাড়ার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বী ও নাকুরগাছীর মোবারকের ছেলে ওসমান গণি রুবেল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেল রানা নামের একজনকে খালাস দিয়েছেন আদালত।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান পাঁচবিবি বড় মসজিদের সামনে মেকানিকের কাজ করতেন। ২০০৭ সালের ১৯ অক্টোবর অজ্ঞাত ফোন পেয়ে বাড়ি থেকে বের হন মিজানুর। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে ২২ অক্টোবর সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে যমুনা নদীর পাশের একটি আখক্ষেতে তার মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি আরও জানান পূর্ব শত্রুতার জেরে আসামিরা মিজানুরকে গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একই দিন তিনজনের নামে পাঁচবিবি থানায় মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামি সোহেল রানাকে খালাস দিয়েছেন আদালত।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।