সংবাদ সম্মেলনে কাঁদলেন যুবক

পুলিশের ‘সন্দেহজনক’ টাকা লেনদেনে রাজি না হওয়ায় নির্যাতনের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

যশোরে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে কাঁদলেন উজ্জ্বল বিশ্বাস (৩২) নামের এক ব্যবসায়ী।

যুবকের অভিযোগ, যশোর পুলিশ লাইনসের রিজার্ভ অফিসে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশীষ তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা লেনদেন করেছেন। ধারাবাহিকভাবে এ কাজ করতে অস্বীকৃতি জানানোয় তার ওপর নির্যাতন করা হয়েছে। এখন তিনি প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উজ্জ্বল বিশ্বাস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উজ্জ্বল বিশ্বাস জানান, যশোরের পালবাড়ি মোড়ে তার ইলেকট্রনিকসের দোকান রয়েছে। দোকানে কাজের সুবাদে আসা-যাওয়া করায় এএসআই আশীষের সঙ্গে তার পরিচয় হয়। তিনি উজ্জ্বল বিশ্বাসকে ছোট ভাই হিসেবে সম্পর্ক স্থাপন করেন। পরবর্তী সময়ে এএসআই আশীষ ব্যস্ত থাকার অজুহাতে উজ্জ্বল বিশ্বাসের অ্যাকাউন্ট ব্যবহার করে ছোটখাটো লেনদেন শুরু করেন। একপর্যায়ে তার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা লেনদেন শুরু করেন। একদিন পুলিশের দুই সদস্য এসে এএসআই আশীষের জন্য তার কাছে ১৪ লাখ টাকা রেখে যান। এরপর আশীষ ফোন করে ওই টাকা উজ্জ্বলের ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতে বলেন। পরবর্তী সময়ে সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।

উজ্জ্বল বিশ্বাস আরও জানান, এএসআই আশীষ ২০২২ সালের নভেম্বর মাস থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত তার অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় ৬৫ লাখ টাকা লেনদেন করেছেন। এতো টাকা লেনদেনের বিষয়টি সন্দেহজনক হওয়ায় উজ্জ্বল বিশ্বাস ধারাবাহিক এ লেনদেন করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তার ওপর নির্যাতন শুরু করেন এএসআই আশীষ। তিনি উজ্জ্বলের দোকানে ভাঙচুর করে সিসি ক্যামেরার হার্ডডিক্স ও পাসওয়ার্ডসহ দুটি ব্যাংকের কার্ড ছিনিয়ে নেন। পাশাপাশি পাঁচ লাখ টাকার একটি চেকে এবং ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে নেন। এখন এএসআই আশীষ ২৫ লাখ টাকা পাবেন দাবি করে আটক ও গুমের হুমকি দিচ্ছেন।

এএসআই আশীষ নিজেকে ডিআইজির লোক পরিচয় দিয়ে হুমকি-ধমকি অব্যাহত রেখেছেন। এ অবস্থায় প্রাণ রক্ষায় পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান উজ্জ্বল বিশ্বাস।

অভিযোগের বিষয়ে জানতে এএসআই আশীষকে কয়েক দফা ফোন করলে তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, উজ্জ্বল বিশ্বাসের নামে অনেক অভিযোগ রয়েছে। মাদকসহ অবৈধ কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত। বিষয়টি অন্য পথে নিতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি জানা নেই।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।