পুঁতে ফেলা হলো সাড়ে ৩ হাজার কেজি চিংড়ি

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে তিন হাজার কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুর শহরের ৩নং কয়লাঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আনুমানিক সাড়ে তিন হাজার কেজি জেলি যুক্ত অবৈধ চিংড়ী জব্দ করা হয়। তবে এসময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি।
অভিযানে উপস্থিতি ছিলেন, চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। পরে তার উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়।
এএইচ/জিকেএস