নদীতে ধরা পড়া ১৩ কেজির পাঙাশ সাড়ে ১০ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

বরগুনার পায়রা (বুড়িশ্বর) নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি পাঙাশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তালতলী খুচরা মাছ বাজারে ৮০০ টাকা কেজি দরে মাছটি ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়।

জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার জেলে মো. সালাম তালুকদারের জালে পাঙাশ মাছ ধরা পড়ে। তিনি মাছটি তালতলী মাছ বাজারে খুচরা ব্যবসায়ী আল-আমিন হাওলাদারের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন। পরে তিনি খুচরা ক্রেতাদের কাছে মাছটি ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

ব্যবসায়ী আল-আমিন হাওলাদার বলেন, এত বড় মাছ সাধারণত ধরা পড়ে না। তাই সবাই এ মাছ খেতে চাইবে। এ জন্য মাছটি দ্রুত কিনে ফেললাম। পরে মাছটি কেটে প্রতি কেজি ৮০০ টাকা দরে মোট ১০ হাজার ৪০০ টাকা বিক্রি করি।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জাগো নিউজকে বলেন, নদী ও সাগরে বিভিন্ন সময় মাছ ধরায় নিষেধাজ্ঞা মেনে চলছে জেলেরা। তাই এ মৌসুমে ইলিশসহ বড় সাইজের বিভিন্ন প্রজাতির মাছ জালে ধরা পড়ছে। জেলেরা বেশি করে মাছ পেলে সরকারের বিভিন্ন কর্মসূচি সার্থক হবে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।