চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীর ব্যাগে মিললো ৬ কেজি গাঁজা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

চাঁদপুর লঞ্চঘাট থেকে ছয় কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল কাইয়ুম (১৯) নামে এক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। মো. আব্দুল কাইয়ুম কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন দক্ষিণ হিমতপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: পুলিশ ক্যাম্প-আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, আটক ৬

তিনি বলেন, শুক্রবার রাতে স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ব্যাক্তির চলাফেরা সন্দেহজনক হলে কোস্ট গার্ড সদস্যরা ওই ব্যক্তির তল্লাশি করে। পরবর্তীতে তার কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে সাতটি প্যাকেটে ছয় কেজি ৪০০গ্রাম গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দ গাঁজা কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে লঞ্চ যোগে বরিশাল নিয়ে যাচ্ছিল। আটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ গাঁজাসহ তাকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।