আমরা একা নই, সঙ্গে বন্ধু রাষ্ট্র রয়েছে: সেলিম মাহমুদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৭:১০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, আমরা একা নই, সঙ্গে বন্ধু রাষ্ট্র রয়েছে। আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। আগামী নির্বাচনে এ দেশের জনগণ ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

ড. সেলিম মাহমুদ বলেন, জনগণের ভালোবাসা নিয়ে গত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আগামীতেও ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল হারানো যাবে না। আমাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী। আমাদের প্রত্যেকে কর্মীকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। ভিসানীতি, এই নীতি, সেই নীতি দিয়ে কোনো লাভ হবে না। এদেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের পক্ষে। বিদেশিদের কথায় কিংবা ষড়যন্ত্রে কোনো লাভ হবে না।

আমরা একা নই, সঙ্গে বন্ধু রাষ্ট্র রয়েছে: সেলিম মাহমুদ

আরও পড়ুন: ভারত হচ্ছে বাংলাদেশের সত্যিকারের বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের এ নেতা বলেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্র নতুন নয়। ২০১২-১৩ সাল থেকে শুরু হওয়া সিরিজ ষড়যন্ত্রের একটি অধ্যায় এখন চলছে। এ ধরনের প্রত্যেকটি ষড়যন্ত্র বঙ্গবন্ধু কন্যা নস্যাৎ করেছেন।

পশ্চিম সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, শাহবাগ থানা আওয়ামী লীগ সভাপতি জিএম আতিক প্রমুখ বক্তব্য রাখেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।