জাহাঙ্গীর কবির নানক

বিএনপি দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, শেখ হাসিনা মুক্ত করেছেন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, শেখ হাসিনা জঙ্গিমুক্ত করেছেন। ফখরুলদের ষড়যন্ত্র পূরণ হতে শেখ হাসিনা দেননি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটি স্মরণসভায় তিনি এসব এ কথা বলেন।

নানক বলেন, বিএনপির গণতন্ত্র মানে হাওয়া ভবনের গণতন্ত্র। মির্জা ফখরুলের গণতন্ত্র। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার গণতন্ত্র।

আরও পড়ুন: বিএনপি-জামায়াত সাংবিধানিক রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করেছিল

তিনি বলেন, ৭৫ এর পরে বাংলাদেশ অচল করে জেনারেল জিয়া ক্ষমতা দখল করেছিলেন। তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধুরীর পরিচালনায় স্মরণসভায় গাজীপুর জেলা, মহানগর, কালীগঞ্জ উপজেলা, পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান আরমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।