ভোট পুনর্গণনার দাবিতে ইউএনও অফিসে নৌকা সমর্থকদের হামলা


প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৪ মার্চ ২০১৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়নে ভোট পুনর্গণনার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে হামলা করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহমিদ মিল্টনের কর্মী ও সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জসহ ৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় তেঁতুলিয়া থানার ওসি, ৩ পুলিশসহ ৬ জন আহত হন। এনিয়ে তেঁতুলিয়া উপজেলা সদরে উত্তেজনা দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার প্রথম দফায় তেঁতুলিয়া উপজেলার ৭ ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। বেসরকারি ফলাফলে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. রফিকুল ইসলামের কাছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহমিদ মিল্টন নৌকা প্রতীক নিয়ে ১৪৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। ফলাফল ঘোষণার সময় থেকেই তাহমিদ মিল্টন গণমাধ্যমকর্মীদের কাছে ভোট পুনর্গণনার দাবি করে আসছেন।

মঙ্গলবার দুপুরে তার কর্মী ও সমর্থকরা ভোট পুনর্গণনার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে হামলা করে। বিক্ষুব্ধরা পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছোরে। এসময় উপজেলা অফিসার্স ক্লাবের দরজা জানালা ভাঙচুর করা হয়। তারা ইউএনও কার্যলয়ের মূল ফটকের কেচিগেট ভাঙচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জসহ ৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ।

এসময় তেঁতুলিয়া থানার ওসি সরেশ চন্দ্র, এসআই হালিম খাঁন, কনস্টেবল মোহাম্মদ আলী, মজিবুল হকসহ হাকিমপুর গ্রামের আরশেদ আলী (৫০) এবং একই এলাকার সপিকুল ইসলাম আহত হন।

"
তিরনইহাট ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহমিদ মিল্টন বলেন, নির্বাচনের দিন থেকেই আমি ভোট পুনর্গণনার দাবি করে আসছি। বৃহস্পতিবার দুপুরে আমি নিয়মানুযায়ী ভোট পুনর্গণনার আবেদন করার প্রক্রিয়ায় ছিলাম। আমার কর্মী-সমর্থকরা আমাকে উপজেলা অফিসে ডেকে নেয়। নিষেধ সত্ত্বেও তারা উত্তেজিত হয়ে ওঠে।

এ বিষয়ে তেঁতুলিয়া থানার ওসি সরেস চন্দ্র জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহমিদ মিল্টনের প্রায় দুইশ নারী-সমর্থক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হামলা করে। তারা ভোট পুনর্গণনার দাবিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড ফাঁকা টিয়ার সেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, তাহমিদ মিল্টনের প্রায় ২০০ নারী কর্মী ভোট পুনর্গণনার জন্য বিক্ষোভ করে। আমি গণনার আশ্বাস দিলেও তারা অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে তারা কেচিগেট ভেঙে উপরে উঠতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসয় তারা পুলিশ ও অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা।

সফিকুল আলম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।