আওয়ামী লীগের সঙ্গে কোনো খেলা হবে না: আলাল
আওয়ামী লীগের সঙ্গে কোনো খেলা হবে না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেন, লুডু খেলায় তিন ছয় যদি পড়ে যায় তাইলে ছক্কায় পোক্কা হয়ে যায়। আওয়ামী লীগ ২০০৮ একটা ছক্কা মেরেছে, ২০১৪ সালে একটা ছক্কা মেরেছে ও ২০১৮ সালে আরেকটা ছক্কা মেরেছে। তিন ছক্কায় পোক্কা হয়ে গেছে। এই পোক্কার পার্টিদের সঙ্গে আমরা খেলি না।
ময়মনসিংহ টু কিশোরগঞ্জ বিএনপির রোডমার্চের সমাপনী সমাবেশে রোববার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লতিবাবাদ চক্ষু হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে তিনি এসব কথা বলেন।
আলাল আরও বলেন, খালেদা জিয়াকে শর্ত দেওয়া হয়েছিল- তিনি যদি চিকিৎসার জন্য বিদেশে যেতে চান, তাহলে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে আসতে হবে। বিএনপি থেকে উত্তর দেওয়ার আগেই অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করে বলেছেন- তার জীবনে গণতন্ত্রের জন্য কোনো শর্ত নেই। কোনো শর্ত খালেদা জিয়ার নামের সঙ্গে যায় না এবং আমরাও তা মানি না।
তিনি বলেন, শেখ হাসিনা বলেছিলেন ওয়ান-ইলেভেন সরকার তাদের আন্দোলনের ফসল। তাদের সবকিছুকে বৈধতা দিতে চেয়েছিলে এবং দিয়েছেনও। আর তার পুরস্কার হিসেবে ক্ষমতায় এসেছেন।
রোডমার্চ শেষে সমাপনী সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

আরও বক্তব্য দেন- যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, লায়লা বেগম, কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জেলা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল।
জানা যায়, ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চ কর্মসূচিটি রোববার সকাল ৯টায় জেলার ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে শুরু হয়। পাঁচটি স্থানে পথসভা করে সন্ধ্যা পৌনে ৭টায় সদর উপজেলার লতিবাবাদ চক্ষু হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে এসে পৌঁছায়।
এসকে রাসেল/এসজে/জেআইএম