রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০২ অক্টোবর ২০২৩

কুড়িগ্রামে নাগরিক সেবায় পুলিশিং কার্যক্রমকে বেগবান করায় রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারে ভূষিত হয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

কঠোর পরিশ্রম, একাগ্রতা, টিমওয়ার্ক, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে ইতিবাচক নাগরিক সেবা, অপরাধ দমন, মাদক অভিযান, মাদক উদ্ধার, মামলা তদন্ত ও ওয়ারেন্ট নিষ্পত্তি সাফল্যের জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি (অপারেশন) পংকজ চন্দ্র রায়।

রোববার (১ অক্টোবর) বিকেলে রংপুর রেঞ্জ ডিআইজির কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভাগের সেরা পুলিশ সুপার হিসেবে আল আসাদ মো. মাহফুজুল ইসলাম মনোনীত হন। পরে জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তিনি।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), এসবি চিফ মো. মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)। এছাড়া রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম’র সভাপতিত্বে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মিজানুর রহমান, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এস এম রশিদুল হক পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) পংকজ চন্দ্র রায় পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. সায়ফুজ্জামান ফারুকীসহ রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারসহ সকল সিনিয়র অফিসারবৃন্দ।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নিবেদিত পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠাবান পেশাদারিত্বের কারণে এই অর্জন সম্ভব হয়েছে। এ অর্জন আমার একার পক্ষে সম্ভব হয়নি। জেলার প্রিয় সহকর্মী ও সম্মানিত নাগরিকদের সহযোগিতায় এ আজকের এ অর্জন। এজন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ফজলুল করিম ফারাজী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।