অনুমোদনহীন কীটনাশক বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

দিনাজপুরের বিরামপুরে অনুমোদনহীন কীটনাশক বিক্রয়ের দায়ে মেসার্স মা বাবা এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাড়ির পাশে পুকুর পাড় থেকে মানবদেহের ক্ষতিকারক অবৈধ যৌন উত্তেজক একশটি সিরাপের বোতল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাটলাবাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন এ জরিমানা করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেশ কিছু দিন থেকে দোকানে সারের পাশাপাশি অবৈধ কীটনাশক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মেসার্স মা বাবা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রিয়াজুল ইসলাম রাজুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ওই ইউনিয়নের শৈলান মোড়ে একটি বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ১০০ সিরাপ জব্দের পর পুড়িয়ে দেওয়া হয়।
জানতে চাইলে বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে অভিযোগের সতত্যা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বেশ কিছু মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মো.মাহাবুর রহমান/এসজে/এমএস