টানা বৃষ্টিতে সিরাজগঞ্জে শহরজুড়ে হাঁটুপানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ০৫ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জে টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে হাঁটুপানি জমেছে। এতে অফিসগামী মানুষ আর শিক্ষার্থীরা পড়েন চরম ভোগান্তিতে।

বুধবার (৪ অক্টোবর) রাত থেকে টানা এ বর্ষণে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়কে হাঁটুপানি জমেছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। সেইসঙ্গে শহরের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এবং কাঁচাবাজারগুলোতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। টানা বর্ষণে ক্রেতা-বিক্রেতা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এদিকে টানা বৃষ্টির ফলে হাঁটুপানিতে ডুবে গেছে শহরের বিভিন্ন সড়ক। এছাড়া অলি-গলিতে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। এতে বিভিন্ন সড়কে চলাচলের সময় আটকা পড়ছে যানবাহন। আর চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। বৃষ্টির পানিতে শহরের এসএস রোডসহ বিভিন্ন স্থানে জমেছে হাঁটুপানি। অনেক জায়গায় বাসা বাড়ি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে বলে জানা গেছে।

শহরের রিকশাচালক আব্দুল মতিন জাগো নিউজকে বলেন, একটু বৃষ্টি হলেই এসএস রোডে হাঁটুপানি জমে যায়। কয়েক ঘণ্টায়ও পানি নামে না।

কলেজ শিক্ষার্থী ইমরান জাগো নিউজকে বলেন, বৃষ্টির জন্য সকাল থেকে ঘরবন্দি অবস্থাতেই থাকতে হয় সবাইকে। আবার কাজের সুবাদে অনেককে বাধ্য হয়ে পানিতে ভিজে গন্তব্যে ছুটতে হয়েছে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সড়কে রিকশাও কম থাকে। তবে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া দিতে হয় যাত্রীদের।

এ প্রসঙ্গে তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, একটি লঘুচাপের কারণে কখনো মুষলধারে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে।

এম এ মালেক/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।