‘হাতকড়া’সহ ৪ জুয়াড়ির পলায়ন
চরজব্বার থানার এসআই নুর হোসেন বরখাস্ত
নোয়াখালীর সুবর্ণচরে জুয়ার আসর থেকে আটক চার ব্যক্তি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় উপপরিদর্শক (এসআই) নুর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চরজব্বার ইউনিয়নের কলারহাট বাজারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রাতেই ‘পুলিশের হাত থেকে পালালেন জুয়ার আসর থেকে আটক চার ব্যক্তি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ।
স্থানীয়রা জানান, হাতকড়াসহ ওই চার ব্যক্তি পালিয়ে যান। তবে পালানোর বিষয়টি স্বীকার করলেও হাতকড়া নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
পুলিশ সুপার চিঠিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার রাতে আব্দুল্লাহ মিয়ার হাটের উত্তর পাশে চাঁনবাড়ি কিল্লার জনৈক নুরুজ্জামানের দোকান থেকে চারজনকে মোবাইল ফোনে লুডু খেলা অবস্থায় আটক করেন এসআই নুর হোসেন ও কনস্টেবল নাছির উদ্দিন। পরে অটোরিকশায় করে চরজব্বার ইউনিয়নের চরহাসান ভূইয়ারহাটের দিকে নিয়ে গেলে পুলিশ হেফাজত থেকে তারা পালিয়ে যায়। পরে মো. হানিফ নামের একজনকে পুনরায় আটক করলেও থানায় আসার পথে আব্দুল্লাহ মিয়ার হাটের সেক্রেটারি জনৈক হাসানের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সুপার শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, আটকদের থানায় না এনে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন এসআই নুর হোসেন যাতে তারা পালিয়ে যেতে সক্ষম হন। যা পরে ওসির কাছে স্বীকার করেন তিনি।
তিনি আরও বলেন, বিষয়টি বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি, অসৎ উদ্দেশ্য, অসদাচরণ ও জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করার অপরাধ। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় এসআই নুর হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম