স্বাধীনতা দিবসে বাল্যবিয়ে মুক্তের শপথ


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২৬ মার্চ ২০১৬

ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাল্যবিয়ে মুক্ত থাকার শপথ করেছেন কিশোরীরা। বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের স্বর্ণ কিশোরী ২০১৫ সানজানা স্বপ্নিল এ শপথ বাক্য পাঠ করান। শনিবার সকাল সাড়ে ৯ টায় ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামে জাতীয় দিবস পালন অনুষ্ঠানে এ শপথ বাক্য পাঠ করানো হয়।

ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি ব্যাপক কর্মসূচির মধ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। ২৫ মার্চ রাতে সকল সরকারি ভবনে আলোক সজ্জা, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ। সকাল সাড়ে ৮ টায় পুরাতন স্টেডিয়ামে কুচকাওয়াজ, সালাম গ্রহণ, শারীরিক কসরত ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লেতে সবার দৃষ্টি আকর্ষণ করেছে সিটি কিন্ডারগার্টেনের ক্ষুদে শিক্ষার্থীরা।

আতিকুর রহমান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।