সিরাজগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে সাড়ে ২৮ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৯ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জে পৃথক অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ভোক্তা অধিকারে করা এক নারীর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আড়াই হাজার টাকা প্রদান করেছে সংস্থাটি।

রোববার (৮ অক্টোবর) সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক হাসান আল-মারুফ।

তিনি বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বায়োল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে সিবিসি টেস্টের ফি বেশি গ্রহণ ও মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার করার অপরাধে পাঁচ হাজার, কফি লেমন জুস বারকে মেয়াদোত্তীর্ণ চকলেট পাউডার ও বিস্কুট দিয়ে জুস তৈরির অপরাধে ১০ হাজার, কিংকো রেস্টুরেন্টকে উৎপাদন মেয়াদোত্তীর্ণ মোড়কজাত রুটি ব্যবহার করার অপরাধে এক হাজার টাকা, উল্লাপাড়া উপজেলার পাচলিয়া বাজারে ইবনে সিনা হারবালের মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারিত করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে শহরের ভ্রাম্যমাণ চটপটি, ফুসকা ও ভাজাপোড়ার দোকানে তদারকি করা হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ফুচকা হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

তিনি আরও বলেন, সিরাজগঞ্জের ভোক্তা অধিদপ্তরে করা একটি লিখিত অভিযোগ নিষ্পত্তি করা হয়। আফিফা খাতুন রিপা নামের এক ভোক্তা ২০ সেপ্টেম্বর উল্লাপাড়ার পাচলিয়া বাজারের রাবেয়া মেডিকেল হলের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির লিখিত অভিযোগ করেন। অভিযোগটি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়। বাকি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এম এ মালেক/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।