পিংকুর মনোনয়নে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১১:৪০ এএম, ০৯ অক্টোবর ২০২৩

লক্ষ্মীপুর-৩ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও পিংকুকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করা হয়েছে।

রোববার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি পাটোয়ারী, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মির্জা আমজাদ হোসেন আজিম, যুবলীগ নেতা সোহাগ পাটোয়ারী প্রমুখ।

আরও পড়ুন: বেড়েছে শেরপুরের প্রতিমার কদর, যাচ্ছে পাশের ১০ জেলায়

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম। নেতাকর্মীরা আমাকে ভালোবাসেন। আমি কখনো কারো সঙ্গে বেঈমানি করিনি। প্রধানমন্ত্রী আমাকে নতুন দায়িত্ব দিয়েছেন। দেশ ও জনগণের কল্যাণে কাজ করে প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবো।

৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একই সঙ্গে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

কাজল কায়েস/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।