নোয়াখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৯ অক্টোবর ২০২৩

নোয়াখালী-১০ (বর্তমানে নোয়াখালী-৩) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকার বাসায় বুকে ব্যথা উঠলে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন পরিবারের বরাত দিয়ে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মরহুমের মরদেহ তার স্ত্রী সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা খানম সাকির ঢাকার ন্যাম ভবনের বাসায় রাখা হয়েছে। ঢাকায় জানাজা শেষে মরদেহ নোয়াখালী নেওয়া হবে।

আরও পড়ুন: ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন

মাহমুদুর রহমান বেলায়েত মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর নোয়াখালীর বিএলএফের কমান্ডার ছিলেন। তিনি ১৯৭৩ ও ১৯৮৬ সালে নোয়াখালী-১০ (বর্তমানে নোয়াখালী-৩) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি, চৌমুহনী এসএ কলেজ ছাত্রসংসদের ভিপি এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

১৯৪৫ সালের ১ জুলাই ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালীর সদর উপজেলার গুপ্তাঙ্গ গ্রামে জন্মগ্রহণ করেন মাহমুদুর রহমান বেলায়েত।


ইকবাল হোসেন মজনু/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।